কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে পরিবারের সামনেই চিৎকার করতে করতে পুড়ে মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক নারীর।শনিবার বেলা ১১টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনাঘটে।
জানা গেছ, মাইক্রোবাসটি গাজীপুরের টঙ্গি থেকে নয়জন যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল। সেখানে মৃত ফাতেমার ভাইয়ের শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। কুটুম্বপুর আসলে মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়। এতে
মাইক্রোবাসটি রাস্তায় উল্টে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। জ্বলন্ত গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যান ফাতেমা। পরে ফায়ার সার্ভিস এসে
আগুন নেভায়।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। মৃত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গি এলাকায় ভাড়া থাকেন।