চার বিয়ের পর এবার কাতার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন সেলিম তালুকদার নামে এক যুবক। সেলিম তালুকদার ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউপির দেলবাড়ীয়া গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে।স্থানীয়রা জানায়,
আট বছর আগে কাতার প্রবাসীকে প্রেম করে বিয়ে করেন ওই গৃহবধূ। তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান স্বামী।
চলতি বছরে তার ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন ওই গৃহবধূ। এরপর থেকে তিনি তার ছেলেকে নিয়ে স্কুলে আসা-যাওয়া করতেন। এরই মধ্যে সেলিম তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে গত সোমবার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। পরে ছেলেকে ছোটপাইককান্দী গ্রামে তার বাবার
বাড়িতে রেখে প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন তিনি।ওই গৃহবধূর শ্বশুর বলেন, সে পরকীয়া সম্পর্কে জড়িত, তা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনত না। গত সোমবার টাকা ও গহনা নিয়ে
আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। তার সঙ্গে এখন ঢাকায় আছে বলে জানতে পেরেছি। সেলিম তালুকদার এর আগে আরো চারটি বিয়ে করেছেন বলে শুনেছি। ওই গৃহবধূর বাবা বলেন, সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছে, সে আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছে।