খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকাকে ধর্ষণ মামলায় প্রেমিক নাইম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার বলিটিলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম হোসেন উপজেলার রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়ার (বলিটিলা) এলাকার মো. নুরুল আমীন মজুমদারের ছেলে।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, নাইমের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক। এরই জেরে গত ১০ জানুয়ারি ভুক্তভোগী পাশ্ববর্তী উপজেলার বাগানবাজারে তার চাচার বাসায় বেড়াতে যান। এরপর নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। সন্ধ্যা হলে নাইম ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে রাতে
অটোরিকশাযোগে ওই কিশোরীকে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন।বান্ধবীর পরিবারের মাধ্যমে বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পারে। এদিকে ওই কিশোরীকে বিয়ে করার কথা বললে নাইম তাকে বিয়ে করতে অনীহা প্রকাশ করে।
পরদিন ওই কিশোরী বাদী হয়ে রামগড় থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় নাইমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, শুক্রবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।