রাত তখন ৮টা। হঠাৎ ডাস্টবিন থেকে ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ। পরে স্থানীয়রা গিয়ে দেখল জীবিত এক নবজাতক। এ সময় ডাস্টবিন থেকে এক দিন বয়সী জীবিত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনাটি সাভারের আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার। স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পেছনে গিয়ে দেখতে পাই জীবিত এক নবজাতক। পরে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনে স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ আছে। আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। বিষয়টি দেখবে উপজেলা সমাজসেবা বিভাগ।