প্রেমিকা প্রতারণা করায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণ। খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। টানা এক ঘণ্টা চেষ্টার পর তাকে ঘর থেকে উদ্ধার করা হয়।সোমবার দুপুরে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় এ ঘটনা ঘটে।ওই তরুণ জানান, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি এখন অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এজন্যই অভিমানে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ফেসবুক লাইভে এসে ছেলেটি আত্মহত্যার হুমকি দেয়। ঘটনাটি তাৎক্ষণিক প্রশাসনের দৃষ্টিতে আসে। আমি ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দশ মিনিটের
মধ্যেই সে বাড়িতে পৌঁছাই। ছেলেটি ঘরের দরজা খুলতে চায়নি। বাইরে থেকে টানা এক ঘণ্টা বোঝানোর পর সে দরজা খুলতে সম্মত হয়।তবে এরই মধ্যে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।