চট্টগ্রাম নগরের পাহাড়তলী পুলিশ বিট এলাকায় মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পিন্টু দাশ। তিনি নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ডবলমুরিং থানার এএসআই শিপু মারমা বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাওয়া মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন।
নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা রেলওয়ে পুলিশ তদন্ত করে দেখবে। তবে তিনি নিজেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। রেলওয়ে পুলিশকে হস্তান্তরের পর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।