এবার দেশে লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার ২৯ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। এখনো চলছে দলটির বিক্ষোভ কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।
এদিকে সমাবেশস্থলে অনেকের হাতেই হারিকেন দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন শ্লোগানও দেন। সমাবেশে বক্তারা বলেন, সরকারের পরিকল্পনার অভাবের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে লোড শেডিংয়ের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। সরকার গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করেনি।
এদিকে লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণসহ সব সিটি করপোরেশন এলাকায় এ বিক্ষোভ চলবে। আগামী ৩১ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।