নাটোরের গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর মহল্লায় এক কৃষকের বাড়ি থেকে ২৪টি গোখরা সাপের বাচ্চা ও ১টি মা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (২৭ জুলাই) বিকেলে কৃষক সৈয়দ আলীর শোয়ার ঘরের মেঝে খুঁড়ে সাপগুলো পাওয়া যায়। সৈয়দ আলী ওই মহল্লার মৃত সাদেক আলীর ছেলে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে কৃষক সৈয়দ আলী মেঝেতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
পরে এলাকাবাসী মেঝে খুঁড়তে থাকলে একের পর এক সাপের বাচ্চাগুলো বের হয়ে আসতে থাকে। এ সময় মা সাপটিও বেরিয়ে এলে আতঙ্কিত এলাকাবাসী তার কামড় থেকে বাঁচতে সেটি মেরে ফেলেন। পরে ওই সাপগুলো মাটিচাপা দেওয়া হয়। সৈয়দ আলী জানান, সাপের বাচ্চাগুলো কোদাল ও শাবলের আঘাতে মারা গেলেও মা সাপটিকে মেরে ফেলা হয়েছে। আমরা খুব ভয় ও আতঙ্কে আছি। ধারণা করছি, ঘরে আরো সাপ আছে।
স্থানীয় পরিবেশকর্মী নাজমুল হাসান জানান, বন্যপ্রাণী ও পরিবেশ আইনে সাপ মারা অপরাধ। কোথাও সাপ দেখা গেলে স্থানীয় পরিবেশ কর্মী কিংবা বন বিভাগকে জানালে তারা উদ্ধার করে যথাস্থানে অবমুক্ত করবেন।