খুলনার খালিশপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সড়কে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। খালিশপুর থানার এসআই হাশমত আলী জানান, নিজ বাড়ির সীমানা প্রাচীরের পাশে রাস্তায় একটি নবজাতক ছেলেকে কে বা কারা ফেলে রেখে গেছে বলে ৯৯৯-এ ফোন করে জানান কামাল নামে এক যুবক। শিশুটিকে নিজেদের কাছে রেখেছেন বলেও জানান তিনি।
একই সঙ্গে আইনি সহায়তার জন্য অনুরোধ করেন। হাশমত আলী আরো জানান, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি ছোট সোনামণি নিবাস কেন্দ্রে হস্তান্তর করা হয়।