বান্দরবানের রুমার গ্যালেঙ্গায় এক মেম্বারসহ দুইজনকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- ৪ নম্বর গ্যালেঙ্গা ইউপির ৮ নম্বর ওয়ার্ড মেম্বার ও মংপ্রুসাই মার্মার ছেলে মংসাচিং মার্মা এবং পানতলা পাড়ার মংসিউ মার্মার ছেলে মওয়াইচিং মার্মা।
মংসাচিং মেম্বারের ছেলে থোয়াইহ্লা সিং বলেন, বিকেলে আমার বাবাসহ দুইজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অজ্ঞাত পরিচয়ে এক লোকে। এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাইনি। ঘটনাটি আমি রুমা থানা পুলিশকে জানিয়েছি।
বান্দরবান রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাড়ি থেকে মেম্বারসহ দুইজনকে কে বা কারা ডেকে নিয়ে গেছেন। তাদের খোঁজ না পাওয়ায় তার ছেলে থোয়াইহ্লা সিং থানায় এসে আমাদের জানিয়েছেন। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।