নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পন্ড এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান। এ সময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রোববার রাতে ইউএনও এ এস এম মোসা উপজেলার বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা যায়, রোববার রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। এ খবরে রাতেই কনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযোগের সত্যতা পেয়ে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এমনকি কনের মায়ের থেকে কাছ থেকে নেয়া হয় মুচলেকাও। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।