Bangla News
শিক্ষিকার আ’পত্তিকর ভিডিও ভাইরালের হু’মকি, অধ্যক্ষকে জু’তাপেটা

শিক্ষিকার আ’পত্তিকর ভিডিও ভাইরালের হু’মকি দেয়ায় এক অধ্যক্ষকে গণধো’লাই দিয়েছে উ’ত্তেজিত জনতা। ঘ’টনাটি ঘটেছে গত সোমবার ভারতের ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায়।





ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বোধি ভারতী বেস’রকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হু’মকি দিয়ে নিয়মিত ব্লাকমেইল করতেন অধ্যক্ষ ভাস্কর বরুয়া।





স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, অ’ভিযুক্তের বি’রুদ্ধে আগেও আ’পত্তিকর আচরণের অভিযোগ ছিল। শিক্ষিকার ঘ’টনার কথা জানাজানি হলে উ’ত্তেজনা ছড়িয়ে পড়ে।বানারহাটা থানা পু’লিশ জানায়, অধ্যক্ষের স’ঙ্গে একটা সময় প্রেমের সম্প’র্ক ছিল শিক্ষিকার। সে সময় শিক্ষিকার অজান্তে তোলা বিশেষ মুহূর্তের কিছু ভিডিও নিয়মিত ভাইরাল করার ভ’য় দেখাতেন অধ্যক্ষ।