সাকিবের ফর্মে ফেরা নিয়ে পাপনের কোনো সন্দেহ ছিল না

প্রায় দেড় বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই বাজিমাত করেছেন সাকিব আল হাসান। দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে শিকার করেছেন ৪টি উইকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের পারফরম্যান্স মূল্যায়ন করার সময়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন।





২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন সাকিব। তারপরে নিষেধাজ্ঞা ও করোনার কারণে বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ফিরে এসে নিজের পছন্দের ৩ নং ব্যাটিং পজিশন পাননি সাকিব। এই ব্যাপারে পাপন জানান এটা কেবলই দলের কৌশলগত কারণ। নতুন কাউকে অর্থাৎ নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতেই সাকিবের স্থান পরিবর্তন। এই ব্যাপারে পাপনের কোনো ভূমিকা নেই বলে জানান তিনি।





সাকিব ফিরে এসে ৭.২ ওভার বোলিং করেই শিকার করেছেন ৪টি উইকেট। খরচ করেছেন কেবল ৮ রান। নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। এই দুর্দান্ত বোলিং দেখে বিসিবি সভাপতি পাপন যে বেজায় খুশি তা তার কথায় প্রকাশ পেয়েছে।





পাপন বলেন, ‘সাকিব সবসময় আমাদের মেগাস্টার। এটাতে কখনোই কারো কোনো সন্দেহ ছিল না। ও অসাধারণ বোলিং করেছে। অনেকের হয়তো সন্দেহ ছিল এতদিন পরে ওর পারফরম্যান্স কেমন হবে তবে আমার অত সন্দেহ ছিল না।’





বল হাতে দারুণ করলেও ব্যাট হাতে সেই আগের সাকিবকে দেখা যায়নি। এইজন্য অবশ্য চিন্তা করছেন না পাপন। সময়ের সাথে সাকিব ব্যাট হাতেও স্বরূপে ফিরবেন বলেই তার আশা। তাছাড়া অন্যান্য ব্যাটসম্যানরাও আহামরি কিছু করেননি উল্লেখ করে সাকিবের ব্যাটিংকে খাটো করতে নারাজ পাপন।





তার ভাষায়, ‘তবে হ্যা ব্যাটিংয়ে ওর আগের মতো সেই ছন্দে ফিরে আসেনি। বিশ্বকাপে যেই পারফর্ম দেখেছিলাম ওটাই আমার দেখা ছিল সেরা ফর্ম। ওই ফর্মটা ফিরে আসতে একটু সময় লাগতেই পারে। সাকিব ছাড়াও আমাদের আর যেসব তারকারা আছেন তাদেরও ব্যাটিংয়ের পারফর্ম আহামরি কিছু এখনো বোঝা যায়নি। এটা সময় লাগবে এখনো।’





পিচের আচরণ বদলে যাওয়ার কারণে ব্যাটসম্যানদের রান তুলতে কষ্ট হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি, ‘আমাদের পিচটা আরও স্পোর্টিং হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া আজকে এমন ছিল আর সাথেসাথে বৃষ্টি ছিল। সবমিলিয়ে আজকের পিচটা খেলার জন্য একটু কঠিন ছিল।’





ভালো পারফর্মের ফলে ৬ উইকেটের জয় দিয়ে অধিনায়কত্ব শুরু করলেন তামিম ইকবাল। এই ব্যাপারটিতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন পাপন, ‘হ্যা তামিমের অধিনায়কত্ব ভালো লেগেছে। ফিল্ডিংও অনেক ভালো লেগেছে।’