‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সাকিবের কণ্ঠে ভিন্ন সুর

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড দিতেই দেশের ক্রিকেটের একাংশে ‘গেল-গেল’ রব। এত দুর্বল দল আসছে বাংলাদেশে, ওয়েস্ট ইন্ডিজ তাহলে বাংলাদেশকে এতই হালকাভাবে নিচ্ছে! প্রথম ওয়ানডের দাপুটে জয় পর্যন্ত এমনই ছিল সবার ভাবনা। তবে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের ‘দুর্বল’ দল পাঠানোকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে।





সাকিবের মতে, ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াড দুর্বল নয়, বরং ভালো করার নিরীক্ষা, নতুন চেষ্টা ক্যারিবীয়দের বাংলাদেশ-জুজু কাটানোর। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেলেও বাকি ম্যাচগুলোতে এই দলকে হারাতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, তা-ও মনে করিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।





সাকিব বলেন, ‘আমরা যেমন ওয়ানডে খেলছি, ওরাও খেলছে। ওয়েস্ট ইন্ডিজের যে দলের কথা বলছেন, সেখানকার ৭-৮ জন খেলোয়াড় মূল দলে (জাতীয় দল) খেলেছে। মূল দল বলতে কারা? ওদের মূল দলকে আমরা বিশ্বকাপে হারিয়েছি, এখানে (ঘরের মাটিতে) হারিয়েছি, ওদের দেশেও হারিয়েছি। ওরা (বাংলাদেশের বিপক্ষে) ভালো করছে না দেখেই হয়ত এই দল পাঠিয়েছে যাতে করে ভালো রেজাল্ট যদি করা যায়।’





সাকিবের তাই আহ্বান, বাংলাদেশকে সফরকারী দলের বোর্ড খাটো করে দেখেছে- এমন মনোভাব পোষণ না করার। তিনি বলেন, ‘আমার ধারণা, আপনাদের এই চিন্তাধারা (বাংলাদেশকে হালকা করে নিচ্ছে কি না) সম্পূর্ণ ভুল। এভাবে চিন্তা না করা ভালো। আমরা সবসময় ওয়েস্ট ইন্ডিজকে শ্রদ্ধা করি, যে দল এসেছে। তাদের অনেক ভালো খেলার সামর্থ্য আছে। আজকে উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল। আমাদের অভিজ্ঞতার কারণে হয়ত একটু বেশি ভালো খেলেছি। তার মানে এই না পরের দুই ম্যাচেও খুব আরামে জিতে যাব। অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’